আহমেদ কুতুব
দেশে প্রথমবারের মতো এইডস রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা একটি হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি বাড়িতে বেসরকারি উদ্যোগে সম্প্রতি এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়। হাসপাতালের নাম 'হোপ কেয়ার সেন্টার'।
এখানে এইডস বিশেষজ্ঞ ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের নেতৃত্বে ৩৬ জন ডাক্তার কাজ করছেন। হাসপাতালে বহির্বিভাগ, জরুরি বিভাগ, রক্ত পরীক্ষা, এইডস রোগীর নানা রোগ নির্ণয় এবং সমাধানে আন্তবিভাগীয় বোর্ড গঠন করা হয়েছে। এ হাসপাতালে রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বর্তমানে বিভিন্ন জেলার আড়াই শতাধিক এইডস রোগী নিয়মিত চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ নিচ্ছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও এইডস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, 'কোনো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এইডস রোগীদের চিকিৎসাসেবা দিতে চায় না। তাঁদের অসহায় জীবন আমাকে খুব পীড়া দিত। বন্ধু ও নিবেদিতপ্রাণ ৩৬ জন ডাক্তারের সহযোগিতায় ক্ষুদ্র পরিসরে এ হাসপাতালের কার্যক্রম শুরু করেছি। অর্থ সংকটের কারণে ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না। দানশীল ও দাতা সংস্থা এগিয়ে এলে এইডস রোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা যাবে।'
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের আবাসিক রোগীদের চিকিৎসার জন্য পাঁচটি বেড আছে। বহির্বিভাগ চিকিৎসার জন্য একজন চিকিৎসক সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। প্রতি মাসে হাসপাতালের জন্য চার থেকে পাঁচ লাখ টাকা খরচ বহন করছেন এ ৩৬ জন ডাক্তার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ও এইডস হাসপাতালের ডোনার ডা. শামীম হায়দার বলেন, 'বিবেকের তাড়নায় এ হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছি। অবসর সময়ে বিনা মূল্যে সম্ভাব্য এইডস রোগীদের রক্ত পরীক্ষার কাজ করছি।'
No comments:
Post a Comment