Search This Blog

Tuesday, April 19, 2011

পুরুষের সমস্যা

ডা. একেএম মাহমুদুল হক খায়ের

পুরুষের যৌন সমস্যা, যা পুরুষের একান্ত দুর্বলতা তা অনেকের মধ্যে প্রকট আকার ধারণ করে৷ উঠতি বয়সের যুবকদের মধ্যে এটি বেশি দেখা যাচ্ছে৷ সমস্যাটি হল পুরুষত্বহীনতা৷
প্রকৃত অর্থে এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকেই বুঝায়৷ মূলত একে তিন ভাগে ভাগ করা যায়৷ যথা_
*
ইরেকশন ফেইলিউর : লিঙ্গের উত্থানে ব্যর্থতা৷
*
পেনিট্রেশন ফেইলিউর : যোনিদ্বার ছেদনে ব্যর্থতা৷
*
প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে স্থায়িত্বের অভাব৷
কারণ_
বয়সের পার্থক্য, পার্টনারকে অপছন্দ (ত্বক, দেহসৌষ্ঠব মুথপা), দুশ্চিন্তা, টেনশন অবসাদ, ডায়াবেটিস, সিফিলিস, দেহে
সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা, যৌনরোগ বা এইডস ভীতি, নারীর ত্রুটিপূর্ণ যৌনাঙ্গ, সেক্স এডুকেশনের অভাব৷
ল্যাব-পরীক্ষা
রক্তের সুগার, ভিডিআরএল টিপিএইচ, এইচবিএসএজি, রক্তের হরমোন এনালাইসিস ইত্যাদি৷
দেখা যায়, উঠতি বয়সে যুবকরা হাতুড়ে ডাক্তারের খপ্পরে পড়ে বা স্বেচ্ছায় বিভিন্ন হরমোন ইনজেকশন নেয় অথবা অকার্যকর ওষুধ সেবন করে৷ এটি মোটেই কাম্য নয়৷ কারণ এর পাশর্্বক্রিয়ায় শেষ পর্যন্ত পুরুষত্বহীনতার সম্ভাবনা দেখা দিতে পারে৷ থেকে পরবতর্ী সময়ে আরোগ্য লাভ অসম্ভব হয়ে ওঠে৷

লেখক : ত্বক, যৌন, সেক্স অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা৷ ফোন : ৯৩৪২৮৭৬


m~Z&ª: দৈনিক যুগান্তর (05/02/2011)


No comments:

Post a Comment