Search This Blog

Sunday, April 24, 2011

ছোটমাছ না বড় মাছ কোনটা বেশি উপকারি


আসলে এই দু'রকম মাছের খাওয়ার ধরনে তফাআছে। সাধারণত ছোটমাছ কাঁটা, মাথাসুদ্ধ খেয়ে ফেলা হয়। বড় মাছের কাঁটা ইত্যাদি ফেলে দেওয়া হয়। মাছেরকাঁটায় মাথায় প্রচুর পরিমাণে কেলসিয়াম ফসফরাস আছে। এগুলি আমাদের শরীরের প্রচুর উপকার করে। কেলসিয়াম দাঁত হাড়ের গঠনে সাহায্য করে।ফসফরাসেরও হাড়, মস্তিষ্ক গড়তে বিশেষ ভূমিকা আছে। তাই বাড়তি বয়সের ছেলেমেয়েদের এই দুটি খনিজ খুব উপকারি। তাই ছোটমাছ খাওয়ার পক্ষে বৈজ্ঞানিক যুক্তিরয়েছে।

m~Z&ª: দৈনিক ইত্তেফাক(08/01/2011)

No comments:

Post a Comment