বিজ্ঞানীরা বলেন, বেশি বেশি টিভি দেখলে হার্ট এ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। স্কটল্যান্ডের গবেষকরা বলেছেন, পর্দার ছবি বেশি বেশি দেখলে হূদরোগ ও স্ট্রোকের ঘটনা বেড়ে যায়। যে সব লোক দিনে একটানা ৪-৫ ঘন্টা টিভি দেখেছেন বা রুমটার গেম খেলছেন, এরা যারা পর্দার সামনে দুঘন্টার কম সময় কাটিয়েছেন, এদের চেয়ে ১২৫% বেশি ঝুঁকিতে রয়েছে হার্ট এ্যাটাক ও স্ট্রোকের ব্যাপারে। হার্ট এ্যাটাকও স্ট্রোকের অন্যান্য ঝুঁকি যেমন ধূমপান, উচ্চরক্তচাপ, বেশি ওজন, ব্যায়াম না করা, এগুলো চেয়ে এই ঝুঁকিটি স্বতন্ত্রভাবেই প্রভাব বিস্তার করে শরীরের উপর। এই গবেষণার মূখ্য ব্যক্তি, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডা: ইমানুয়েল স্ট্যামাটাসিক বলেন, পর্দার সামনে যারা দীর্ঘক্ষণ বসে থাকেন, বিশেষ করে টিভি দেখেন এদের হূদরোগ সমস্যায়
মৃতু্যর সম্ভাবনা বেশি।
৩৫ বছর উর্দ্ধ পূর্ণবয়স্ক ৪৫১২ জন এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন, ২০০৩ সালে এই গবেষণা হয়েছিলো। ৪.৩ বছর সময়ে হূদরোগ ও রক্তনালী রোগের মৃতু্য ঘটেছিলো ২১৫টি এবং অন্যান্য সব কারণে মৃতু্য ঘটেছিলো ৩২৬ জনের। স্ক্রিনের সামনে কে কত সময় বসে দেখেছেন, যেমন -টিভি, ডিভিডি, ভিডিও গেম ও কম্পিউটার ব্যবহার সব বলেছেন এরা নিজেই।
এসব ফলাফল থেকে বোঝা গেছে যে, পর্দার সামনে দীর্ঘসময় থাকার সঙ্গে শরীরে প্রদাহ জনিত রোগ, এমনকি রক্তে কোলেস্টেরলের
উচুমান সম্পর্কিত।
আমেরিকান কলেজ অব কার্ডিওলজি জার্নাল সম্প্রতি এই গবেষণার
ফল স্থান পেয়েছে।
অধ্যাপক ডা: শুভাগত চৌধুরী
পরিচালক
ল্যাবরেটরী সার্ভিসেস, বারডেম
No comments:
Post a Comment