যেকোনো ধরনের আঘাত বা রোগের কারণে যখন একজন ব্যক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে তার হাতের ব্যবহার করতে অক্ষম হয়, ঠিক তখনই তাকে শরণাপন্ন হতে হবে একজন অভিজ্ঞ হ্যান্ডথেরাপিস্টের। এমনকি হাতের যেকোনো ধরনের অপারেশন বা সার্জারির পাশাপাশি ভালো ফল লাভের জন্যও প্রয়োজন হ্যান্ডথেরাপি। কেননা, হ্যান্ডথেরাপি একটি বিশেষায়িত চিকিৎসাব্যবস্থা, যা একজন ব্যক্তির কোনো রোগ বা আঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হাতের চিকিৎসা ও এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে থাকে।
২০০৭ সালের আগ পর্যন্ত হাতের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশে কোনো অভিজ্ঞ হ্যান্ডথেরাপিস্ট ছিলেন না। ২০০৭ সালে বাংলাদেশের অকুপেশনাল থেরাপিস্টদের উদ্যোগে 'ইন্টারপ্লাস্ট' নামক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডভিত্তিক হ্যান্ডথেরাপি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যেখানে 'অকুপেশনাল থেরাপিস্ট' নামে পরিচিত পেশাজীবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ায় উচ্চতর প্রশিক্ষণেরও সুযোগ পান কয়েকজন। বর্তমানে তাঁরা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) নিয়মিতভাবে হ্যান্ডথেরাপি চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন। সিআরপির নতুন সংযোজন হিসেবে ২০০৯ সালের এপ্রিল মাসে সিআরপিতে হ্যান্ডথেরাপি ইউনিট চালু করা হয়।
হাতের সফল চিকিৎসায় একজন হ্যান্ডথেরাপিস্ট বিভিন্ন ধরনের থেরাপি টেকনিক ও মাধ্যম ব্যবহার করে থাকেন, যেমন_পারপাসফুল অ্যাকটিভিটি, সেন্সরি ও মাসল রি এডুকেশন, অ্যাকটিভ ও প্যাসিভ এঙ্ারসাইজ, থার্মোথেরাপি, স্প্লিন্টিং ও ইকুইপমেন্ট মোডিফিকেশন, অ্যাকটিভিটিস অব ডেইলি লিভিং ট্রেনিং ইত্যাদি। রোগী ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান ইত্যাদি এবং পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা থেকে বেঁচে থাকার উপদেশ ও গাইডলাইনও দিয়ে থাকেন। সিআরপির হ্যান্ডথেরাপি ইউনিটে হাতের যেসব রোগ ও আঘাতগুলোর চিকিৎসা প্রদান করা হয় তা হলো_
* ফ্র্যাকচার
* ল্যাটারাল ও মিডিয়াল এপিকনডালাইটিস (টেনিস ও গলফারস এলবো)
* টেন্ডিনাইটিস অব রিস্ট, ফিঙ্গার ও থাম্ব
* লিগামেন্ট ইনজুরি ও ক্রাশ ইনজুরি
* মাসল স্প্রেইন ও স্ট্রেইন
* কারপাল ও কিউবিটাল টানেল সিনড্রোম
* নার্ভ ও টেন্ডন ইনজুরি
* আর্থ্রাইটিস
* বার্ন বা পুড়ে যাওয়া
* হ্যান্ড ডিফরমিটি বা হাত বিকৃত হয়ে যাওয়া
* রাইটার্স ক্র্যামপ এবং বিভিন্ন কারণে কম্পিউটারের কি-বোর্ড ও মাউস ব্যবহারের কারণে উদ্ভূত সমস্যা।
হাতের এ সমস্যাগুলোর সমাধানে রোগী খুব সহজেই হ্যান্ডথেরাপি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন। প্রয়োজনে সিআরপি 'অকুপেশনাল থেরাপি' বিভাগের সাভার ও মিরপুর শাখায় যোগাযোগ করতে পারেন।
মো. তৌহিদুল ইসলাম
অকুপেশনাল থেরাপিস্ট, সিআরপি
হাতের সফল চিকিৎসায় একজন হ্যান্ডথেরাপিস্ট বিভিন্ন ধরনের থেরাপি টেকনিক ও মাধ্যম ব্যবহার করে থাকেন, যেমন_পারপাসফুল অ্যাকটিভিটি, সেন্সরি ও মাসল রি এডুকেশন, অ্যাকটিভ ও প্যাসিভ এঙ্ারসাইজ, থার্মোথেরাপি, স্প্লিন্টিং ও ইকুইপমেন্ট মোডিফিকেশন, অ্যাকটিভিটিস অব ডেইলি লিভিং ট্রেনিং ইত্যাদি। রোগী ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান ইত্যাদি এবং পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা থেকে বেঁচে থাকার উপদেশ ও গাইডলাইনও দিয়ে থাকেন। সিআরপির হ্যান্ডথেরাপি ইউনিটে হাতের যেসব রোগ ও আঘাতগুলোর চিকিৎসা প্রদান করা হয় তা হলো_
* ফ্র্যাকচার
* ল্যাটারাল ও মিডিয়াল এপিকনডালাইটিস (টেনিস ও গলফারস এলবো)
* টেন্ডিনাইটিস অব রিস্ট, ফিঙ্গার ও থাম্ব
* লিগামেন্ট ইনজুরি ও ক্রাশ ইনজুরি
* মাসল স্প্রেইন ও স্ট্রেইন
* কারপাল ও কিউবিটাল টানেল সিনড্রোম
* নার্ভ ও টেন্ডন ইনজুরি
* আর্থ্রাইটিস
* বার্ন বা পুড়ে যাওয়া
* হ্যান্ড ডিফরমিটি বা হাত বিকৃত হয়ে যাওয়া
* রাইটার্স ক্র্যামপ এবং বিভিন্ন কারণে কম্পিউটারের কি-বোর্ড ও মাউস ব্যবহারের কারণে উদ্ভূত সমস্যা।
হাতের এ সমস্যাগুলোর সমাধানে রোগী খুব সহজেই হ্যান্ডথেরাপি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন। প্রয়োজনে সিআরপি 'অকুপেশনাল থেরাপি' বিভাগের সাভার ও মিরপুর শাখায় যোগাযোগ করতে পারেন।
মো. তৌহিদুল ইসলাম
অকুপেশনাল থেরাপিস্ট, সিআরপি
No comments:
Post a Comment