Search This Blog

Friday, November 4, 2011

ইনহেলার ব্যবহার বিধি


ইনহেলারটি যাচাই করুন:-

প্রথমবার
ব্যবহার আরম্ভ করার পূর্বে মুখের ঢাকনাটির দুই পাশে আলতো চাপ দিয়ে ঢাকনাটি খুলে ফেলুন। এরপর ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং পরপর দু'বার বাতাসে ওষুধ বের করে নিশ্চিত হোন যে ইনহেলাটি কাজ করছে। এটি যদি অনেকদিন অব্যবহূত থাকে তাহলে একই ভাবে প্রথমে ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং একবার বাতাসে ওষুধ বের করে নিশ্চিত হোন যে ইনহেলারটি কার্যকর রয়েছে।

. মুখের দু'পাশে আলতো চাপ দিয়ে (গড়ঁঃয ঢ়রবপব এর ঈড়াব) ঢাকনাটি খুলুন গড়ঁঃয ঢ়রবপব ভিতরে এবং বাহিরে ভালভাবে দেখুন এটি পরিষ্কার কিনা। ইনহেলারটি ভালভাবে ঝাঁকিয়ে নিন।

. বৃদ্ধাঙ্গুল বা তর্জনীর মাঝখানে ইনহেলারটি সোজা করে ধরুন। বৃদ্ধাঙ্গুল গড়ঁঃয ঢ়রবপব এর নীচে থাকবে।

. জোরে নিশ্বাস ছাড়- (আপনার স্বাচ্ছন্দ্য অনুসারে)

. তারপর গড়ঁঃয ঢ়রবপব টি আপনার মুখের ভিতরে প্রবেশ করান এবং ঠোট বন্ধ করুন। খেয়াল রাখবেন যেন গড়ঁঃয ঢ়রবপব টির উপর দাঁতের কামড় না পড়ে।

. এরপর নিশ্বাস নিতে শুরু করার সাথে সাথে ইনহেলারের উপর তর্জনী দিয়ে চাপ দিন এবং যেন ওষুধ বের হয়ে আসে। নিশ্বাস টানতে থাকুন গভীরভাবে যেন ওষুধ নিশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করে।

.নিশ্বাস ধরে রাখা অবস্থায় ইনহেলারটি মুখ থেকে বের করুন এবং যতক্ষন সম্ভব নিশ্বাস ধরে রাখুন।

. যদি একাধিকবার ওষুধ নিতে হয় তাহলে ইনহেলারটি মুখ থেকে রেব করে সোজ করে ধরুন এবং কমপক্ষে ৩০ সেকেন্ড অপেক্ষা করে পুনরায় থেকে নম্বর নির্দেশনা অনুসরণ করুন।

পরিচ্ছন্নতা


. সপ্তাহে কমপক্ষে একবার ইনহেলারটি পরিষ্কার করুন। পস্নাষ্টিকের খাপ থেকে ধাতব ঈধহরংঃব এবং গড়ঁঃয ঢ়রবপব এর ঈড়াব খুলে ফেলুন।

. মৃদু গরম পানির ধারার নিচে অপঃঁধঃড় টি ধরুন এবং ভালভাবে ধুয়ে ফেলুন।

. এরপর অপঃঁধঃড় টি ভালভাবে ভিতরে বাহিরে শুকিয়ে নিন।

. ধাতব ঈধহরংঃব এবং গড়ঁঃয ঢ়রবপব এর ঈড়াব স্ব-স্থানে বসিয়ে দিন।



ডাঃ
,কে,এম, মোস্তফা হোসেন

পরিচালক


জাতীয়
বক্ষব্যাধি ইনষ্টিটিউট হাসপাতাল

মহাখালী
, ঢাকা-১২১২

No comments:

Post a Comment