Search This Blog

Friday, November 4, 2011

ভাইরাল ওয়ার্টস: অাঁচিল


আমি গত সংখ্যায় পুরুষ মহিলাদের জেনিটাল ওয়ার্টস নিয়ে লিখেছি। সংখ্যায় ভাইরাল ওয়ার্টস বা অাঁচিল নিয়ে লিখতে চাই। অাঁচিল এক ধরনের টিউমারের মত গ্রোথ। ত্বকের অংশ বিশেষ শক্ত, মোটা, খসখসে দানার মত বৃদ্ধি পায়। ভাইরাল ওয়ার্টস এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা শরীরে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও এই ভাইরাস দ্বারা সৃষ্ট অাঁচিল অন্যের শরীরে সংক্রমিত হতে পারে। অনেক ক্ষেত্রে অাঁচিল বা ভাইরাল ওয়ার্টস- চুলকায়। তখন আক্রান্ত স্থান চুলকালে বা ঘসলে এই ভাইরাস ত্বকের স্বাভাবিক স্থানেও ছড়াতে পারে। শুরুতে অাঁচিলগুলো ছোট, দানারমত থাকে এবং প্রাথমিক অবস্থায় তুলে ফেলা হলে অাঁচিলের সম্পূর্ণ নিরাময় সম্ভব।

অাঁচিল
গুলো সাধারনত: শক্ত খসখসে (ওয়ার্টি) থাকে। শরীরে নানা ধরণের ভাইরাল ওয়ার্ট হতে পারে। সাধারনত: আঙ্গুলের পিছনের দিক, বুড়ো আঙ্গুলের সামনেরর দিক, হাঁটু, পায়ের পাতায় অাঁচিল দেখা দেয়। মুখে সাধারণত পেস্নন ওয়ার্টস বেশী থাকে। যা শেভ করার সময় কেটে গিয়ে রক্ত ক্ষরণ হতে পারে। এছাড়া নখের পাশে পেরিঅঙ্গুরাল, অাঁচিল, ঠোটের ওপরে মুখেও অাঁচিল হতে পারে। আর জেনিটাল ওয়ার্টস বেশীরভাগ ক্ষেত্রে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। ওয়ার্টস বা অাঁচিল অনেক ক্ষেত্রে ত্বকের সৌন্দর্য নষ্ট করে এবং বিব্রতকর হতে হয়। বিশেষ করে কালো খসখসে বড় আকৃতির শক্ত অাঁচিলের ক্ষেত্রে।

অাঁচিলের
চিকিসা: বেশীর ভাগ ক্ষেত্রে অাঁচিলের চিকিসা করতে চায়না কেউ। ফলে অাঁচিল একদিকে যেমন বড় হয় অন্যদিকে তেমনি বড় অাঁচিলের চিকিসায় ত্বকে ক্ষত তৈরী হতে পারে। সাধারণত: কেমিক্যাল ট্রিটমেন্ট, ক্রায়োথেরাপি, ইলেকট্রথেরাপি, আরএফ সার্জারী অথবা সিওটু লেজার দিয়ে অাঁচিলের কার্যকর চিকিসা করা যায়। অনেক সময় কম্বিনেশন চিকিসারও প্রয়োজন হতে পারে। বেশীর ভাগ ক্ষেত্রে চিকিসায় অাঁচিল সম্পূর্ণ ভালো হয় এবং ভবিষ্যতে আর দেখা দেয়না। তবে অসম্পূর্ণ চিকিসার ক্ষেত্রে অাঁচিল আবার দেখা দেয়। তাই অাঁচিলের যথাযথ চিকিসা নিতে পারলে বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যায়।

ডা
: মোড়ল নজরুল ইসলাম

চুলপড়া
, চর্মরোগ এলার্জি এবং যৌন সমস্যা বিশেষজ্ঞ

লেজার
এন্ড কসমেটিক সার্জন কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা

সুত্র: দৈনিক ইত্তেফাক (22/01/2011)

No comments:

Post a Comment