Search This Blog

Sunday, May 1, 2011

অ্যালকোহলে স্নায়ুতন্ত্রের রোগ বাড়ে



লেখক: ডাঃ মুনতাসীর মারুফ  |  শুক্র, ২৯ এপ্রিল ২০১১, ১৬ বৈশাখ ১৪১৮
অ্যালকোহল হাত, পা বা মাথার অনিচ্ছাকৃত কম্পনজনিত রোগ-এর ঝুঁকি বাড়িয়ে দেয়। অনিচ্ছাকৃতভাবে ধরণের কম্পন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ।মস্তিষ্কের সেরিবেলাম অংশের সমস্যার কারণে রোগ হয়। স্পেনের ৬৫-ঊর্ধ্ব বয়সের প্রায় সাড়ে তিন হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে গবেষকরাজানিয়েছেন, যারা দৈনিক তিন পেগের বেশী অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি নন-অ্যালকোহলিকদের তুলনায় দ্বিগুণ। যারা এর চেয়েকম কিন্তু নিয়মিত অ্যালকোহল পান করেন, তারাও ঝুঁকিমুক্ত নন।জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারী এন্ড সাইকিয়াট্রিতে সংক্রান্ত গবেষণাপ্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকরা বলেছেন, কোন কোন দেশে ইনভলান্টারী ট্রেমরের চিকিত্সায় অ্যালকোহল পানের উপদেশ দেয়া হয়, কিন্তু এইগবেষণায় দেখা গেছে, প্রকৃতপক্ষে মদ এই রোগ আরও বাড়িয়ে তোলে। ধারণা করা হয়, অ্যালকোহল মস্তিষ্কে বিষ (টক্সিন) হিসেবে কাজ করেপারকিনজিকোষনামে মস্তিষ্কের এক ধরণের কোষের ক্ষতি করে এবং স্নায়ুকোষগুলোর পারস্পরিক বার্তা আদান-প্রদানে ব্যাঘাত ঘটায়। ফলে দেহে এই অনিচ্ছাকৃতকম্পনের সৃষ্টি হয়।
ডাঃ মুনতাসীর মারুফ


লেখক: মোড়ল নজরুল ইসলাম  |  শুক্র, ২৯ এপ্রিল ২০১১, ১৬ বৈশাখ ১৪১৮
স্ট্রোক হলে যে শরীরের কোন এক অংশ হঠাত্ করে দুর্বল বা অবশ হয়ে যায়- কথাটি আমাদের অনেকেরই জানা। আবার অনেকেই হয়তো জানি না, বাহ্যিক কোন লক্ষণ প্রকাশ না করেও স্ট্রোক হতে পারে। চিকিত্সকরা একে বলছেননীরব পক্ষাঘাতবাসাইলেন্ট স্ট্রোক মস্তিষ্কের ইমেজিং-এর মতোবিশেষ পরীক্ষার মাধ্যমে স্ট্রোক ঘটে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৬০ থেকে ৬৪ বছর বয়সীব্যক্তিদের উপর গবেষণা চালিয়ে জানান, এদের মধ্যে . শতাংশের মস্তিষ্কে নীরব পক্ষাঘাতের প্রমাণ পাওয়া গেছে। মস্তিষ্কের বেশ গভীরে রক্তসরবরাহকারী ধমনীর মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে ধরণের স্ট্রোক হতে পারে। প্রধান গবেষক নিউরোসাইকিয়াট্রি বিষয়ের অধ্যাপক পারমিন্দার সাচদেববলেন, ধরণের স্ট্রোকে তাত্ক্ষণিক বাহ্যিক কোন লক্ষণ দেখা না গেলেও এর ফলে মস্তিষ্কের বেশ ক্ষতি হয়। আক্রান্ত ব্যক্তির ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপপেতে পারে, তার চিন্তাশক্তি মনোযোগ-ক্ষমতা কমে যেতে পারে, আবেগ ব্যক্তিত্ত্বের পরিবর্তন দেখা দিতে পারে। পরবর্তীতে বাহ্যিক লক্ষণযুক্ত স্ট্রোকহওয়ার ঝুঁকিও বাড়ে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগীদের ধরণের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি স্বাভাবিক রক্তচাপসম্পন্ন ব্যক্তিদের চেয়ে ৬০ শতাংশবেশী। ডায়াবেটিস অন্যান্য হূদরোগে আক্রান্ত ব্যক্তি এবং ধূমপায়ীদেরও সাইলেন্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশী।নিউরোলজিজার্নালে সংক্রান্তগবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে


m~Z&ª: দৈনিক ইত্তেফাক(30/04/2011)

No comments:

Post a Comment