চিকিৎসাবিজ্ঞানের জনক হিপোক্রেটিস মানবদেহের চিকিৎসার জন্য ২টি চিকিৎসাপদ্ধতির
কথা বলেছেন যার একটি বিসদৃশ তথা এলোপ্যাথিক চিকিৎসা এবং অপরটি সদৃশ তথা
হোমিওপ্যথিক চিকিৎসা পদ্ধতি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী ক্রিশ্চিয়ান
ফ্রেডরিক স্যামূয়েল হ্যানিম্যান ১৭৯০ সালে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার
মাধ্যমে প্রমাণ করলেন সদৃশ চিকিৎসা পদ্ধতিই হতে পারে আরোগ্যের আদর্শ পদ্ধতি।
তিনি এর নাম দিলেন হোমিওপ্যাথি। রোগ নয় রোগীর সার্বিক দৈহিক এবং মানসিক
লক্ষণই যেখানে মূখ্য। তারপর থেকে শুরু হয় এ পদ্ধতির ক্রমবিকাশ জার্মানী থেকে
পুরো বিশ্বে বিস্তার লাভ এবং প্রচুর গবেষণা। যারই ধারাবাহিকতায়
১৯৯৬ সালে হোমিওপ্যাথিকে ‘‘একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি’’ আবিষ্কারের
জন্য সুইডিশ পার্লামেন্ট গ্রিসের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাঃ
জর্জ ভিথোলকাসকে বিকল্প নোবেল পুরস্কার প্রদান করে।
বাংলাদেশে হোমিওপ্যাথির অবস্থান : পাকিস্তান আমলে ১৯৬৫ সালৈ সরকারিভাবে হোমিওপ্যাথি বোর্ড গঠনের মাধ্যমে হোমিওপ্যাথিক শিক্ষাব্যবস্থাকে একটি কাঠামোর আওতায় নিয়ে আসা হয়। ১৯৮০ এর দশকের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁচ বছরের গ্রাজুয়েশন কোর্স প্রবর্তন করা হয়। সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। ১৯৮৩ সালে হোমিওপ্যাথিক অধ্যাদেশ জরির মাধ্যমে হোমিওপ্যাথিক বোর্ড গঠন করে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থাকে আরও সুগঠিত করা হয়। তাছাড়া স্বাস্থ্য সার্ভিসের মহাপরিচালকের অধিদপ্তরে একটি হোমিওপ্যাথিক ও দেশজ চিকিৎসার পরিচালকের দপ্তর সৃষ্টি করা হয়।
বর্তমানে দেশে একটি সরকারি সহ তিনটি ডিগ্রি হোমিওপ্যাথিক কলেজ ও ৩৮টি ডিপ্লোমা কলেজ প্রতিষ্ঠিত আছে। প্রায় এক হাজার ব্যাচেলর ডিগ্রিধারী এবং বহু সহস্র ডিপ্লোমা ডিগ্রিধারী হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন। এদের মধ্যে ১৫ জন গ্রাজুয়েট হোমিওপ্যাথ বিগত ২০০০ সালে জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রমে জেলা সদর হাসপাতালে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমানে অনেক চিকিৎসক পদ সৃষ্টি করে (জি ও) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে।
Nice information about homoeopathy in Bangladesh.
ReplyDeleteMedical Help
হোমিওপ্যাথি বিষ্যক লেখাটি পড়ে ভাল লাগল। এরকম আরো বেশি বেশি করে লেখা উচত। হোমিও অনুরাগীদের facebook এ হোমিওপ্যাথি পেইজটিকে লাইক দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এড্রেস https://www.facebook.com/hpathybd। হোমিওপ্যাথি সম্পর্কে আরো বিস্তারিত পরতে পারেন এখান থেকে http://greenmedicalcorner.com/tag/homoeopathy/
ReplyDelete