বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) ১৯৮৫-৮৬ সাল থেকে কার্যকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএইচএমএস কোসের্র নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত। B.H.M.S এর একাডেমিক ৫ বছরে মোট ৪টি Professional পরীক্ষা দিতে হয়।। সাফল্যের সঙ্গে ৬ বছর (ইন্টার্নিসহ) পড়াশোনা শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন-এর মাধ্যমে সার্টিফিকেট প্রদান করে থাকে।
কোর্সের মেয়াদ: একাডেমিক
শিক্ষা ৫বছর৷
ইন্টার্নশিপ: কোর্স শেষে ১ মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালে ১বছর ইন্টার্নি করতে হয়।
ভর্তিতথ্য :
১. ভর্তিচ্ছুকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
১. ভর্তিচ্ছুকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২.স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো শিক্ষা বোর্ড থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ হতে হবে।
৩.আবেদনপত্র সংগ্রহ করতে কমপক্ষে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি /দাখিল এবং এইচ
এস সি/ আলিম পরীক্ষায় 7.00 পেতে হবে।
(বায়োলজি আবশ্যক)
৪. মোট আসন
সংখ্যা ৫০টি। একটি উপজাতীয় এবং একটি বিদেশীদের জন্য সংরক্ষিত।
সুবিধাসমূহ :- বর্তমানে ১৫টি সদর হাসপাতালে সরকারি নিয়োগপ্রাপ্ত B.H.M.S ডিগ্রিধারী প্রথম শ্রেণীর চিকিৎসকরা সেবা প্রদান করেছেন। আরো নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে।
- দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে B.H.M.S চিকিৎসক নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন।
- ঢাকা সিটি কর্পোরেশন সহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে B.H.M.S চিকিৎসকগণ নিয়োগ প্রাপ্ত হয়ে সেবা প্রদান করছেন।
- B.H.M.S ডিগ্রি অর্জনের পর দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি লাভ করা যায়। যেমন : MD, MPH, PDHE, PGD, MBA, PHD, FF&DF, MHE, MPS, DMU.
- ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে B.H.M.S ডাক্তারগণ নিয়োগপ্রাপ্ত হয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন।
- BCS (সাধারণ) পরীক্ষায় অংশ গ্রহণ করা যায়।
No comments:
Post a Comment