ইন্টারনেট থেকে আয়-রোজগারের বিষয়টি এখন বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ইন্টারনেটে বহুমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে যে কেউ ঘরে বসেই অর্থ আয় করতে পারেন। এ সুবিধা দিতে ইন্টারনেটে রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা ওয়েবসাইট। এগুলোর একেকটির কাজ একেক রকম। ঘরে বসে অর্থ আয় করার অনেক উপায় আছে । নিচে কিছু সহজে অর্থ আয় করার উপায় সম্পর্কে সংক্ষেপে জানানে হলোঃ
আপনাকে অ্যাডসেন্সে একাউন্ট খুলতে হবে । এরপর অ্যাডসেন্স থেকে আপনাকে কিছু বিজ্ঞাপনের কোড সংগ্রহ করতে হবে এবং এগুলো আপনার ওয়েব সাইট বা ব্লগে এই কোডগুলো যোগ করতে হবে । পুরো কাজ সম্পন্ন হলে আপনার ওয়েব সাইট বা ব্লগের ভিজিটরা কোন এ্যাডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ডে ডলার জমবে
ইন্টারনেটে লিখে: ইন্টারনেটে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহারকারীকে ব্লগিংয়ের মাধ্যমে আয় করার প্রতি ঝুঁকে থাকতে দেখা যায়। সাধারণত ব্লগাররা কোনো বিষয়ের ওপর আলাদা একটি ব্লগ খুলে সেখানে ব্লগিং করে থাকেন এবং ব্লগে বিভিন্ন বিজ্ঞাপন যেমন অ্যাডসেন্স অ্যাডব্রাইট ইত্যাদি ব্যবহার করে আয় করে থাকেন। তবে সবার জন্য অ্যাডসেন্স জাতীয় প্রতিষ্ঠান থেকে ভালো আয় করা সম্ভব হয় না। অনেকে খুব ভালো লিখেও তেমন একটা আয় করতে পারেন না। অন্যদিকে কেউ কেউ তেমন কিছু না লিখে ব্লগকে জমিয়ে তুলে দু’হাতে আয় করতে থাকেন। তবে যারা ভালো লিখতে পারেন (ইংরেজিতে), তাদের জন্য অ্যাডসেন্স জাতীয় প্রতিষ্ঠানের চেয়ে অল্প পরিশ্রমে ভালো আয় করার সুযোগ রয়েছে ইন্টারনেটে।
ইন্টারনেটে গড়ে উঠেছে সৃজনশীল লেখক বা ব্লগারদের জন্য এক মার্কেট প্লেস যার মাধ্যমে আপনি আপনার প্রতিটি পোস্ট বা আর্টিকেলের জন্য নির্ধারিত পরিমাণ মূল্য তথা দাম পাবেন। এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা আপনার নিজের ব্লগে নির্দিষ্ট কোনো বিষয়ে বা তৃতীয় কোনো প্রতিষ্ঠান সম্পর্কে রিভিউমূলক পোস্ট লেখার বিনিময়ে আপনাকে তার মূল্য পরিশোধ করে থাকে। এসব প্রতিষ্ঠানের কেউ কেউ আবার মোট মূল্যের ওপর শতকরা হারও নিজেরা রেখে দেয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ফ্রিল্যান্স আউটসোর্সিং: ঘরে বসে বিদেশে কাজ প্রয়োজন শুধু কমপিউটার, ইন্টারনেট, মেধা আর কাজের আগ্রহ।বর্তমান সময়ে আমাদের দেশে তথ্যপ্রযুক্তি ভুবনে তরুণদের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ যদিও আমাদের দেশে এখনো এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হয়েছেন৷ পড়ালেখা শেষে বা পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্স আউটসোর্সিং করে যেকেউ গড়ে নিতে পারেন নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার৷ ফ্রিল্যান্স আউটসোর্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের এক বিশাল বাজার৷ উন্নত দেশগুলো উত্পাদন খরচ কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে৷ আমাদের পাশের দেশ ভারত এবং পাকিস্তান সেই সুযোগটিকে খুবই ভালোভাবে কাজে লাগিয়েছে৷ আমরাও যদি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের বিশাল বাজারের সামান্য অংশ ধরতে পারি, তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার একটি কার্যকর উপায়৷
গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা হচ্ছে ফ্রিল্যান্সিং। ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এখানে একদিকে যেরকম রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা, তেমনি রয়েছে কাজের ধরন বাছাই করার স্বাধীনতা। আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যান্সিং এ রয়েছে অভাবনীয় সম্ভাবনা। এখানে প্রতি মূহুর্তে নতুন নতুন কাজ আসছে। প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, গেম, 3D এনিমেশন, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, সফ্টওয়্যার বাগ টেস্টিং, ডাটা এন্ট্রি - এর যেকোন এক বা একাধিক ক্ষেত্রে আপনি সফলভাবে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করে নিতে পারেন। তবে প্রথমদিকে আপনাকে একটু ধ্যর্য এবং কয়েকটি বিষয় মাথায় রেখে নিজে প্রস্তুত করে নিতে হবে। এই প্রতিবেদনটি তাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে সফলভাবে প্রকাশ করতে পারেন।বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন
PTC সাইট: অনলাইনে আয় করার সবচাইতে সহজ উপায় হচ্ছে PTC (pay to click) সাইট ব্যবহার করা। এই সাইটগুলোতে আপনাকে তাদের স্পনসরের সাইট দেখার জন্য pay করা হয়। এ জন্য এগুলোকে বলা হয় pay to click মানে ক্লিক করলে পে করবে। এভাবে আয় করার জন্য প্রথমে আপনাকে বিভিন্ন PTC সাইটে sign up করতে হবে। তবে প্রথমে আপনাকে alertpay অথবা paypal একাউন্ট খুলতে হবে, কারন সাইট গুলো আপনাকে টাকা দিবে ইলেকট্রনিক ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে। এগুলো বিনামূল্যে খোলা যাবে। PTC সাইটে জয়েন করার পর আপনাকে তাদের স্পনসরের সাইট দেখতে হবে এবং ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর কিছু সাইটে সঠিক নাম্বারে ক্লিক করতে হবে।
পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার: সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয় আপনারা এ বিষয়ে জানেন । “সার্ভে” সাইটে গিয়ে নিবন্ধিত হতে হবে আর সার্ভে বা জরিপ আসার অপক্ষা করবেন | সার্ভে ফর্ম পূরণ করে আপনার মতামত জানাবেন ব্যস! প্রতিটি সার্ভের জন্যে আপনি টাকা পাবেন । এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।
অ্যামাজন: আর একটি অর্থ আয় করার উপায় হল অ্যামাজন-এর মাধ্যমে । অ্যামাজন বিভিন্ন পন্য বিক্রি করে । তাদের পণ্যের বিজ্ঞাপন আপনার সাইটে রাখতে পারেন । কেউ আপনার সাইট থেকে তাদের কোন পণ্য ক্রয় করলে অ্যামাজন আপনাকে কমিশন দিবে । আপনি এ ওয়েব সাইটের ভার্চূয়াল স্টোর ও লিংক তৈরি করতে পারেন ।
Ebay: Ebay-এর মাধ্যমে পণ্য বিক্রি করে আপনি অতিরক্ত টাকা আয় করতে পারবেন । এজন্য আপনাকে একটি বিক্রয় কেন্দ্র খুলতে হবে যার মাধ্যমে আপনি পণ্য বিক্রি করবেন । এটি একটি ইকমার্স পদ্ধতি ।
Very nice your post............
ReplyDeleteHello,
ReplyDeleteIt's Affiliate Program Manager, Tabassum, from InstaForex. InstaFortex would like to offer you an attractive partnership proposal, with very exciting commission offers from your each referral clients; along with free banner advertisements in the website. And that too with no investment!
We believe, you will be much benefited, with this offer. We are eager to hear from you soon.