Search This Blog

Thursday, September 22, 2011

আসুন শিখি HTML [পর্ব-২]


কেমন আছেন সবাইআশা করি সবাই ভাল আছেনআজকে আমি আপনাদের html এর আরেকটা জিনিষ দেখাব।সাথে থাকুনআগের টিউন এর নিয়ম অনুসারে একটি html কোড লিখুন।কোডটি অবশ্যই নোটপ্যাড লিখবেন
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
<html>
<head>
<title>
আমরা html শিখব
</title>
</head>
<body>
আমরা বাঙালি জাতি
আমরা গর্বিত জাতি
দেম আমাদেরকে অনেক কিছু দিয়েছে
এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা
আসুন আমরা দেশের জন্য কিছু করি
</body>
</html>
এখানে আমরা <body>……………..</body> এর মধ্যে একটা paragraph লিখেছি।এর প্রতিটি লাইন আমরা আলাদা আলাদা নিচে নিচে লিখেছি।তারপর আমরা তা aaa.html নামে সেভ করি।তারপর তা ওপেন করলে ব্রাউজার নিচের মত দেখাবে



***দেখুন লাইনগুলো আলাদা আলাদা না দেখিয়ে একসাথে দেখিয়েছে
এখন আমরা যদি লাইনগুলো নিচে নিচে দেখাতে চাই তবে আমাদের একটি tag ব্যাবহার করতে হবে।ট্যাগটি হল  <br> ট্যাগ
***যেকোন লাইন এর শেষে এই ট্যাগ ব্যাবহার করলে পরের লাইনটি নিচ থেকে শুরু হবে
তাহলে আসুন আগের html code এর body এর প্রতিটি লাইন এর শেষে <br> ট্যাগ ব্যাবহার করি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
<html>

<head>

<title>

আমরা html শিখব

</title>

</head>

<body>

আমরা বাঙালি জাতি।<br>

আমরা গর্বিত জাতি।<br>

দেম আমাদেরকে অনেক কিছু দিয়েছে।<br>

এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।<br>

আসুন আমরা দেশের জন্য কিছু করি।<br>

</body>

</html>
এবার এটি asa.html(যেকোন নাম.html) নামে সেভ করুন।তারপর double click করে ওপেন করুন


জানিনা কেমন হয়েছে।যদি ভাল লাগে তবে আমার লেখাটা সারথক।সবাই ভাল থাকবেন
লেখকঃ সাবিহা
সুত্রঃ টেকটিউনস

No comments:

Post a Comment