Search This Blog

Thursday, September 22, 2011

আসুন শিখি HTML [পর্ব-৪]


কেমন আছেন সবাইআশা করি সবাই ভাল আছেন
আগের পর্বে আমরা দেখেছিলাম <p>………………..</p> ট্যাগ এর ব্যাবহার।এই ট্যাগ ব্যাবহার করলে দুই লাইন এর মাঝখানে এক লাইন এর সমান ফাকা সৃষ্টি হবে।কিন্তু যদি যদি আমাদের এমন কোন প্রয়োজন হয় যে দুই লাইন এর মাঝখানে এক লাইন এর অধিক ফাকা লাইন তৈরি করতে হবে।তখন আমরা কি করব।কোন চিন্তা নেই।সেই সমস্যারও সমাধান আছে।আজকের টিউন আমরা সেই ব্যাপার নিয়ে আলোচোনা করব
***প্রথমে আগের পর্বের নিয়ম অনুসারে <p>………..</p> ট্যাগ ব্যাবহার করে একটি কোডিং লিখুন।আর এই কোডিং কিন্তু অবশ্যই notepad লিখবেন
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
<html>

<head>

<title>

আমরা html শিখব

</title>

</head>

<body>

<p>আমরা বাঙালি জাতি।</p>

<p>আমরা গর্বিত জাতি।</p>

<p>দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে।</p>

<p>এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।</p>

<p>আসুন আমরা দেশের জন্য কিছু করি।</p>

</body>

</html>
***তারপর তা asa.html নামে সেভ করে double click করে ওপেন করুন।দেখুন দুই লাইন এর মাঝে এক লাইন এর সমান ফাকা তৈরি হয়েছে



***এবার আসুন দেখি কিভাবে দুই লাইন এর মাঝে একের অধিক লাইন ফাকা রাখা যায়।এজন্য আমাদের <p>……………….</p>&nbsp  ট্যাগ ব্যাবহার করতে হবে। আসুন এই ট্যাগ ব্যাবহার করে নতুন করে কোডিংটা লিখি
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
<html>

<head>

<title>

আমরা html শিখব

</title>

</head>

<body>

<p>আমরা বাঙালি জাতি।</p>&nbsp

<p>আমরা গর্বিত জাতি।</p>&nbsp

<p>দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে।</p>&nbsp

<p>এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।</p>&nbsp

<p>আসুন আমরা দেশের জন্য কিছু করি।</p>&nbsp

</body>
</html>
***এবার awa.html নামে সেভ করে double click করে ওপেন করুন।দেখুন একের অধিক লাইন এর সমান ফাকা তৈরি হয়েছে


জানিনা আপনাদের কেমন লাগল।যদি ভাল লাগে তবে জানাবেন।সবাই ভাল থাকবেন
লেখকঃ সাবিহা
সুত্রঃ টেকটিউনস


No comments:

Post a Comment